ডক্টোর সোপ – DOCTOR SOAP

ডক্টোর সোপ,মডার্ণ ডক্টোর সোপ,মডার্ণ হারবাল ডক্টোর সোপ,এমএক্সএন ডক্টোর সোপ,এমএক্সএন মডার্ণ ডক্টোর সোপ,এমএক্সএন মডার্ণ হারবাল ডক্টোর সোপ,হারবাল ডক্টোর সোপ,খাটি ডক্টোর সোপ,অরিজিনাল ডক্টোর সোপ,খাটি মডার্ণ হারবাল ডক্টোর সোপ,mxn doctor shop,modern doctor shoap,mxn modern herbal doctor shoap,


হাজারো ধুলাবালির মাঝে আমাদের বাস।এসব ধুলাবালি শরীর থেকে দূর করার জন্য আমরা নানা ধরনের সাবান ব্যবহার করে থাকি।যে সাবানে আমাদের শরীর পরিষ্কার হয়ে থাকে আমরা সেটাই বেছে নেই।আমরা কখনোই যাচাই করার চেষ্টা করি না যে সাবান টা ব্যবহার করছি তা আসলে আমাদের শরীরের চামড়ার জন্য কতটা উপযোগি?শরীর থেকে ময়লা পরিষ্কার হচ্ছে এতেই আমাদের স্বার্থ হাসিল হচ্ছে।বর্তমান সমাজে দেখবেন প্রচুর চুল পড়া সমস্যা ও চর্ম জাতীয় সমস্যা লেগেই আছে।আসলে এসব কি শুধু আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলে হচ্ছে তা কিন্তু নয়।এসব কথা চিন্তা করে মডার্ণ কোম্পানি এনেছে কেমিক্যাল মুক্ত মডার্ণ ডক্টোর সোপ।

সাবান ব্যবহারেও আপনার বিভিন্ন সমস্যা হতে পারে-

সাবান ব্যবহারের কারনেও আপনার প্রচুর চুল পড়তে পারে।আপনার দেহের চামড়া পাতলা হতে পারে।এতে করে চর্মরোগ ও এলার্জি হানা দিতে পারে।আচ্ছা আমাদের কথা বাদ ই দিলাম।আসুন শিশুদের বিষয়ে।বাজারে হাজারো বেবী সোপ থাকলেও নেই কোনো ক্যামিকেল মুক্ত শোপ।যার ফলে আমাদের কোমল মতি শিশুদের বিভিন্ন চর্মরোগের ফাদে পড়তে হয়।একবার চিন্তা করুন শিশুদের চামড়া এমনিতে বেশ পাতলা।তার উপর ময়লা পরিষ্কার করার জন্য যদি আপনি কেমিক্যাল যুক্ত সাবান ব্যবহার করেন তাহলে কতটা ক্ষতির সম্মুখিন হতে পারেন।

এতে করে শিশুর এলার্জি,চুলকানি,চুল পড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের চর্মরোগ হয়ে থাকে।তাই আপনাকে সাবধান হওয়া উচিত।আপনার নিজের জন্য না হলেও আপনার শিশুর জন্য সচেতন হোন।আর রোগ মুক্ত জীবন গড়ুন।

ডক্টোর সোপ এর কার্যকারিতাঃ

  • শরীরের ব্যাকটেরিয়া দূর করে
  • ছত্রাকের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে
  • শরীরকে কোমল রাখে
  • দেহ মশৃন করে তোলে
  • সারাদিন শরীরের সতেজতা বজায় রাখে
  • শরীরের দুর্গন্ধ দূর করে
  • বিভিন্ন চর্মরোগ থেকে রক্ষা করে
  • চামড়া ক্ষয়রোধ করে
  • শরীরের বর্ণ ঠিক রাখে।

Doctor Soap এর খুচরা ও পাইকারী মূল্যঃ

  • ১টি মডার্ণ ডক্টোর সোপ সাবানের খুচরা মূল্যঃ ১৩০ টাকা।
  • Doctor Soap এর পাইকারী মূল্যঃ ১০০ টাকা।

ব্যবহারবিধিঃ সাধারণ সাবানের মতই ব্যবহার করতে পারবেন।তবে অবশ্যই নিয়মিত সাবান ব্যবহার করতে হবে।ভাল ফলাফল পেতে-কেমিক্যাল যুক্ত সাবান ব্যবহার করা যাবেনা।যেকোনো চর্মরোগ থাকা শর্তেও এই সাবান ব্যবহার করতে পারবেন।মনে রাখবেন মডার্ণের প্রতিটি পণ্য কেমিক্যাল মুক্ত।

Post a Comment

Previous Post Next Post