রওগন সুর্খ-(RAWGHAN SURKH): রওগন সুর্খতে রয়েছে তৈল ও লবঙ্গ যাতে রয়েছে ইউজেনল নামক উপাদান।ইউজেনল সব ধরনের ব্যথা নিরাময়ে কাজ করে।এছাড়াও এতে বিদ্যমান রয়েছে ইউজেনল এসিটেট,ট্যানিন,ক্যারিও ফাইলিন,ওলিয়ানোলীক এসিড,তিলের তৈল,পারপিউরিন,এলজারিন ও গ্লুকোসাইড।যা তাপনাশক,ব্যথানাশক,ফোলানাশক,শ্বেত রোগ ও চর্ম জাতীয় রোগে বেশ কার্যকরী।
সাধারণ ভাষায় বলতে গেলে আমাদের চলার পথে বিভিন্ন আঘাত আসে।এসব আঘাতের ফলে শরীরের বিভিন্ন অংগ ব্যথা অনুভব করে।ফলে আমরা সাধারন বাজার থেকে ব্যথানাশক ঔষধ ক্রয় করে সেবন করে থাকি।ফলে অতিদ্রুত আমাদের শরীরের ব্যথা বিলীন হয়ে যায়।আমরা কখনো ভেবে দেখিনা এসব ট্যাবলেট খাওয়ার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু হ্রাস পেয়ে থাকে।এমন কি এসব ব্যথা নাশক ট্যাবলেট খাওয়ার ফলে আমাদের শরীরের বিভিন্ন অংশে এসব ব্যথা জমাট বেধে থাকে।বেশ লম্বা সময় পর পর এসব ব্যথা শীরের দেখা যায়।যাকে আমরা সাধারনত বাত ব্যথা বলে থাকি।শুধু যে আঘাত প্রাপ্ত ব্যথা থেকেই বাতের তৈরি তা নয়।দেহে বিভিন্ন ভিটামিনের অভাবেও বাতের তৈরি হতে পারে।এজন্য আমাদের পরিশ্রমের উপর ভিত্তি করে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত।
আরেকটি বিষয় আমাদের মাথায় রাখা উচিত, শরীর ব্যথা করলেই যাতে ব্যথার ট্যাবলেট খাওয়ার নেশা না জাগে।কারন ব্যথা নাশক ট্যাবলেট সব সময় দেহের বিভিন্ন অংগের ক্ষতি সাধন করে থাকে।আর ব্যথা নাশক ঔষধ যদি ভেজাল থাকে তাহলে তো কথাই নেই।আমাদের ব্যথা নাশক মেডিসিন সেবনে আরো সতর্ক হওয়া দরকার বলে আমি মনে করি।
ব্যথা নিরাময়ের সাধারণ টিপসঃ
কিছু কিছু ব্যথা শারিরীক ব্যায়ামের মাধ্যমে নিরাময় করা সম্ভব।এছাড়াও জটিল ব্যথা কমাতে কালিজিরা,সরীসার তেল,লবংগ ইত্যাদি ব্যথার স্থানে ব্যবহার করা যেতে পারে।শুধু তাই নয় ব্যথা কমাতে রসুন গরম করে সরীসার তেলের সাথে মিশ্রণ ঘটিয়ে মালিশ করা যেতে পারে।এসব ছাড়াও আরো কিছু ঘরোয়া উপায় রয়েছে তা অন্য দিন শেয়ার করার চেষ্টা করব।ঘরো উপায় গুলোতে কাজ না হলে বিভিন্ন কোম্পানির মালিশ ব্যবহার করতে পারেন।যেমন মডার্ণ হারবাল কোম্পানির রওগন সুর্খ।ব্যথায় কাছে এসব মালিশ হেরে গেলে তবেই ভাল কোনো ডাক্তারের পরামর্শ নিবেন।অহেতুক ব্যথার ট্যাবলেট সেবন করা থেকে বিরত থাকুন।সুস্থ সুন্দর জীবন যাপন করুন।
রওগন সুর্খ(RAWGHAN SURKH)এর কার্যকারিতা:
কটি বাত,গেটে বাত,মাংসপেশীর ব্যথা,মচকানো ও সন্ধি বেদনা ইত্যাদিতে কাজ করে।সকল ব্যথার জম হিসাবে পরিচিত মডার্ণ কোম্পানির এই রওগন।
রওগন সুর্খ(RAWGHAN SURKH)এর উপাদানসমূহঃ
- লবঙ্গ
- তজ
- তিলের তৈল
- সরিষার তৈল
- মঞ্জিষ্ঠা
- এছাড়াও অন্যান্য উপাদান পরিমানমত রয়েছে।
RAWGHAN SURKH এর খুচরা ও পাইকারী মূল্যঃ
- রওগন সুর্খ এর খুচরা মূল্য ১৫ মিলি = ৬০ টাকা।
- রওগন সুর্খ এর পাইকারী মূল্য ১৫ মিলি = ৪৮ টাকা।
ব্যবহার বিধিঃ কয়েক ফোটা রওগন সুর্খ তুলার সাহায্যে ব্যথার স্থানে আলতোভাবে মালিশ করুন।
প্যাকেজিং: প্রতিটি বোতলে ২০ মিলি করে রওগন সুর্খ রয়েছে।
বিঃদ্রঃ শিশুদের নাগালের বাহিরে রাখতে হবে।এটা শুধু বাহ্যিক ব্যবহারের জন্য দয়াকরে সেবন করবেন না।