মডার্ণ হারবাল কোম্পানিতে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন অনলাইনে প্রত্যেকের ব্যক্তিগত প্রোফাইল রয়েছে।মডার্ণে কাজ করার তথ্য, টিমের কাজ করার তথ্য, সব তথ্য সেই প্রোফাইলে যোগ হয়ে থাকে।মডার্ণ কোম্পানিতে এমন সদস্য দেখেছি যারা আজও তার প্রোফাইল সম্পর্কে জানেন না।তারা কাজ করে থাকে আর মডার্ণ ব্রাঞ্চ থেকে আপডেট নিয়ে থাকেন।আমি চিন্তা করলাম তাদের এই বিষয় গুলো শেখানো উচিৎ।কারন ব্রাঞ্চ ম্যানাজার বাঁ ব্রাঞ্চের কর্মীগন মোটামুটই ব্যস্ত সময় পার করে থাকেন।সুতরাং আপনার চাহিদা অনুযায়ী সময় সাপেক্ষে আপনি সহযোগিতা নাও পেতে পারেন।এজন্য নিজেকে দক্ষ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।নিজে পাড়ার মাঝে বেশ আনন্দ থাকে।এছাড়াও নিজের কাজে কোনো সন্দেহ কাজ করেনা।সুতরাং আপনাকে দক্ষ হতে হবে।আর দক্ষতা অর্জনের বিকল্প পথা খোজা মানেই অলসতার পরিচয় দেওয়া।
আমি মনে করি মডার্ণে যারা কাজ করেন তারা অবশ্যই অক্ষর জ্ঞান রাখেন।সুতরাং আপনাকে প্রোফাইল নিয়ন্ত্রন শেখার জন্য আহামরী শিক্ষিত হওয়া লাগবেনা।আপনার প্রোফাইল বাঁ আপনার টিম যদি আপনি নিজে নিয়ন্ত্রন করতে না পারেন তাহলে সফলতা পাওয়া কঠিন।আপনি সারা বছর,মাস কি করলেন বাঁ আপনার টিম কি করলো সব কিছুর আপডেট আপনার মডার্ণ ডিস্ট্রিবিউটর আইডির প্রোফাইলে দেখতে পাবেন।সুতরাং আপনি যদি নিজে চেক করতে না পারেন তাহলে ব্রাঞ্চ থেকে সব জেনে নিতে পারবেন না।কারন সম্পুর্ণ টিমের কার্যক্রম চেক করতে বেশ সময় লাগবে।ব্রাঞ্চের কর্মচারীদের এত সময় ব্যয় নিশ্চই করবেনা।এজন্য আপনার শেখার বিকল্প আমরা দেখছিনা।আমরা আপনাকে দক্ষ কর্মী হতে সহযোগিতা করব।মডার্ণ প্রোফাইলে প্রবেশ থেকে শুরু করে সকল কাজ কিভাবে করতে হবে তা শেখাতে কাজ করব।তবে একটি আর্টিকেলের মাধ্যমে করা সম্ভব নয়।তাই আমরা প্রতিদিন একটি করে আর্টিকেলের মাধ্যমে একটি করে বিষয় তুলে ধরব।আজ আমরা শিখানোর চেষ্টা করব আপনি কিভাবে মডার্ণ ডিস্ট্রিবিউটর আইডি লগিন করবেন।
আইডি লগিন পদ্ধতি –
আপনার মডার্ণ প্রাফাইলে লগিন করার জন্য প্রথমে আপনার ফোন বাঁ কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজারে যেতে হবে।ব্রাউজারে সার্চ করতে হবে MXN Login তাহলে নিচের চিত্রের মত একটি পেজ দেখতে পাবেন।পেজের modernherbal trade অপশনে ক্লিক করতে হবে।
লাল টিক মার্ক দিয়ে আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে।ওখানে ক্লিক করার পর আপনার মডার্ণ প্রোফাইলে প্রবেশ করার জন্য নিচের চিত্রের মত একটি লগিন পেজ দেখতে পাবেন।ওখানকার Username or id এর বক্সে আপনার ডিস্ট আইডি নাম্বার ও password বক্সে আপনার পাসওয়ার্ড দিয়ে Login অপশনে ক্লিক করুন।
মডার্ণ কোম্পানিতে জয়েন করার সময় আপনার মোবাইল নাম্বারে অবশ্যই ডিস্ট আইডি আর সেন্ড হয়েছে।সুতরাং আপনি খুব সহজেই লগিন করতে পারবেন।আর যদি পাসওয়ার্ড ভুলে গয়ে থাকেন তো ব্রাঞ্চে যোগাযোগত করে জেনে নিবেন।আপনি সঠিক ভাবে লগিন করতে পারলে নিচের চিত্রের মত প্রোফাইল দেখতে পাবেন।
এখন আমরা আশা করতেই পারি যে আপনি সফল ভাবে মডার্ণ ডিস্ট্রিবিউটর আইডি লগিন করতে পারবেন।কারন আমরা যতটুকু সম্ভব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি।কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাকে বোঝানোর চেষ্টা করব।পরবর্তী আর্টিকেলে আমরা অন্য কিছু শিখব?আজকের মত শুভ বিদায়।
আপনি মডার্ণ হারবাল পন্য সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।