হার্বালাইফঃ মডার্ণ হার্বালাইফ একটি এমএক্সএন মডার্ণ হারবাল কোম্পানির নির্ভেজাল খাদ্য অথবা মেডিসিন ও ভাবতে পারেন।বাংলাদেশের মানুষ শারীরিক ভাবে একটু বেশি দুর্বল থাকে।কারন আমরা অর্থনৈতিক ও শারীরিক দিক থেকে অন্য দেশের থেকে অনেক দুর্বল।এছাড়াও খাদ্য ও ঔষধ ভেজালের কারনে আমরা আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছি।এজন্য আমাদের কিছু পুষ্টিকর খাদ্য নিয়মিত খাওয়া উচিত বলে মনে করি।এজন্য মডার্ণ কোম্পানি আপনাদের জন্য নিয়ে এলো হার্বালাইফ।দুধ,ডিম,মাংশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি এটি।যার ফলে আমাদের দেহের পর্যাপ্ত পুষ্টি যোগাতে সক্ষম।
মডার্ণ হার্বালাইফ এর কার্যকারিতাঃ
এটি বিভিন্ন ভাবে কাজ করে থাকে।সকল বয়সের মানুষদের জন্য কোম্পানি এই খাদ্য তৈরি করেছে।আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমরা নিয়মিত মাংস কিনতে পারিনা।কারন এই খাদ্যের অনেক দাম।অথচ এক টুকরা মাংস আমাদের দেহের চাহিদা মেটাতে পারে।কিন্তু বাংলাদেশে এক টুকরা ক্রয়ের সিস্টেম নেই।ঠিক ফল-মুল এর ক্ষেত্রে একই বিষয় কিনতে গেলেই ব্যয় বহুল।তাই মডার্ণ কোম্পানি একটা দেহের জন্য যতটুকু প্রয়োজন ততোটুকু দিয়ে এই খাদ্য তৈরি করে থাকে।যাতে করে সকল আয়ের মানুষ তাদের পুষ্টিহীনতা কমাতে পারে ও এটি কিনতে পারে।এখন চলুন এর বিভিন্ন কার্যকারিতা সম্পর্কে জানা যাক।
নারীদের সৌন্দর্য গঠনে কার্যকারিতাঃ আমরা সুন্দরের পুজারি।আর নারীদের সৌন্দর্য বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ন।আপনি সমাজে খেয়াল করে দেখবেন কিছু নারী দেখতে বুড়ি আবার কিছু নারী বুড়ি বয়সেও ছেরি।এর কারন খাদ্য অভ্যাস।যারা একটু সতর্ক তারা সব সময় পুষ্টিকর খাদ্য খাবার চেষ্টা করে থাকে।এজন্য তাদের বয়স হয়ে গেলেও যুবতী যুবতী লাগে।হার্বালাইফ যেহেতু মডার্ণ একটি সুষম খাদ্য সুতরাং এটি আপনাদের দেহের সকল ভিটামিনের চাহিদা পুরন করতে সক্ষম।ফলে দেহের সৌন্দর্য দীর্ঘদিন ধরে রাখতে দারুন ভুমিকা পালন করবে।এটি যে শুধু নারীদের কাজ করবে এমন না।এখানে নারীদের উল্লেখ করার উদেশ্য হচ্ছে নারীদের রুপ থাকতেই হয় বর্তমান।এজন্য তাদের একটু বেশি প্রাধান্য দিয়ে আলোচনা করা হল।পুরুষদের ক্ষেত্রে এটি একই কাজ করবে।পুরুষদের অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয় সুতরাং শুধু রুপ নয়ে কাজের গতি ধরে রাখতে হলেও পুষ্টির প্রয়োজন।সুতরাং হার্বালাইফ পুরুষ সমাজের জন্য উপকারী।
রোগ নিরাময়ে কার্যকারিতাঃ
আপনারা ইতিমধ্যেই জানেন যে এটি দেহের সকল ধরনের পুষ্টির চাহিদা মেটায়।সুতরাং সকল চাহিদা মেটাতে পারলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে স্বাভাবিক।এছাড়া দেহে যেকোনো ঘাটতি দেখা দিলেই বিভিন্ন সমস্যার সম্মুখিন হই আমরা।সেই সব সমস্যা গুলো একটা সময় গিয়ে কোনো না কোনো রোগে পরিনত করে থাকে।মডার্ণ হার্বালাইফ খাবার ফলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারেন।এটি হাড় ক্ষয় রোধ প্রতিরোধে কাজ করে থাকে।রক্তের কোলেস্টোরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে থাকে।শুধু তাই নয় এই খাদ্য মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সাহায্য করে।একটু খেয়াল করে দেখবেন আপনি যেখানেই চিকিৎসা নিতে জান না কেন সব ডাক্তার বলবে মায়ের বুকের দুধ সন্তানের জন্য গুরুত্বপূর্ন।অথচ বাংলাদেশে মায়ের বুকের দুধ কমে গেলে সন্তানদের তোলা খাবার সাজেস্ট করা হয়।এক্ষেত্রে শুধুমাত্র মডার্ণ কোম্পানি সন্তানের খাবার তৈরি না করে সরাসরি মায়ের দুধ বৃদ্ধি করতে খাদ্য তৈরি করেছে।এছাড়াও টিউমার ও ক্যান্সার হবার সম্ভাবনা কমাতে এটি দারুন কাজ করে থাকে।এছাড়া এটিকে মায়ের ডাক্তার ও বলে থাকেন অনেকেই।
হার্বালাইফকে মায়ের ডাক্তার বলা হয় কেন?
আপনি চাইলে এই খাদ্যকে বাবা মা দুজনের ই ডাক্তার বলতে পারেন।আপনি জানেন একটা মেয়ে যখন মা হয় তখন সে বৃদ্ধ হতে থাকে।বয়স বাড়ার সাথে সাথে গ্রোথ কমে যায় কিন্তু তাদের কাজ বেড়ে যায়।খাবারের চাহিদা কমে যায় ইত্যাদি।এজন্য একটা মাকে পুষ্টিকর খাবার সব সময় খেতে হয়।দেখবেন যে সকল মা দের বয়স বেড়ে গেছে তাদের পুষ্টির অভাবে হলে নিয়মিত মাসিক হয়না।ফলে তাদের মেজাজ খিটখিটে থাকে,অল্পতে রেগে যায়,কাজের প্রতি অনিহা বাড়ে,আসতে আসতে দুর্বল হতে শুরু করে।সে রকম মাকে যদি হার্বালাইফ নিয়মিত খাওয়ানো হয় মা ভালো হয়ে যাবে।কারন এটি সকল পুষ্টির চাহিদা মেটায় বলে একটা নারীর দেহের সকল ক্রিয়া স্বাভাবিক থাকে।
আর পুরুষরা বৃদ্ধ হয়ে গেলে কাজের প্রতি অনিহা বাড়ে।অল্পতে রেগে যায়,মেজাজ খিটখিটে হয়,অল্পতে অসুস্থতা অনুভব করে।এসব থেকে বেচে থাকার জন্য দরকার পর্যাপ্ত পুষ্টি যা হার্বালাইফ দিতে পারে।এজন্য মডার্ণ হারবাল কোম্পানির এই খাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ।
মডার্ণ হার্বালাইফের খুচরা ও পাইকারী মূল্যঃ
- ২৫০ গ্রাম এর খুচরা মূল্য ৩৯০ টাকা।
- ২৫০ গ্রাম এর পাইকারি মূল্য ৩০০ টাকা।
- ৫০০ গ্রাম এর খুচরা মূল্য ৬৫০ টাকা।
- ৫০০ গ্রাম এর পাইকারি মূল্য ৫০০ টাকা।
মনে রাখবেন মডার্ণ কোম্পানির প্রতিটি পণ্য পরিক্ষিত,নির্ভেজাল ও লাইসেন্স প্রাপ্ত।সুতরাং সুস্থ থাকুন মডার্ণ পণ্য ব্যবহার করুন।
আপনিও পাইকারিতে পণ্য নিতে পারবেন।সেজন্য আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব।আমাদের সহযোগিতা পেতে ফেসবুক,ইমেইল অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করুন ধন্যবাদ।
যৌন শক্তি বৃদ্ধিকারক খাটি মেডিসিন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
#mxn_modern_herbal