কালোমেঘঃ এটি একটি বর্ষজীবি উদ্ভিদ।আসুন প্রথমে কালোমেঘ কি উপকারে আসে জানারা চেষ্টা করি।পরে আমরা খাটি মডার্ণ কালমেঘের কথা জানব।এটি একটি ভেষজ গাছ যার দ্বারা মানব দেহের অনেক উপকার হয়।বাংলাদেশ ও ভারতে এই গাছ ব্যাপক হারে জন্মায়।এই গাছ প্রায় ১ মিটারের মত উচু হয়ে থাকে।আপনি জেনে অবাক হবেন আমরা অনেকেই কালমেঘকে চিরতার পাতা নামে চিনি।অনেকেই হয়ত এখন ভাবছেন আপনার অতি পরিচিত উদ্ভিদ নিয়ে কথা হচ্ছে।আসলে এই উদ্ভিদের উপকারিতার শেষ নেই।মাঝে মাঝে মনে হয় কালমেঘ নয় দেহের ডাক্তার।যেহেতু ডাক্তার বলেছি সুতরাং উপকারিতা নিচে লক্ষ্য করুন।
কালোমেঘের উপকারিতাঃ
আপনারা আগেই হয়তো বুঝতে পারছেন যে এর উপকারিতার শেষ নেই।কালোমেঘের পাতা ক্ষত স্থান পরিষ্কারে দারুন কাজ করে।এর পাতার রস দিয়ে কৃমি দূর হয়ে থাকে।ক্ষত স্থান দ্রুত শুকাতেও ভুমিকা রাখে।ক্যান্সার,ডায়াবেটিস,বিভিন্ন আমাশয় ও ইদ্যাদি সমস্যা নিরাময়ে কাজ করে থাকে।দেখুন এখানে যেকটি সমস্যার কথা উল্লেখ আছে সেগুলো বড় মাপের মানবদেহের রোগ।তাহলে চিন্তা করুন শুধুমাত্র কালমেঘ উদ্ভিদকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে।এজন্য আমাদের এই উদ্ভিদ চেনা উচিত।তাছাড়া বর্তমান বিভিন্ন কোম্পানি কালমেঘ সিরাপ বানিয়ে বাজারে বিক্রয় করে থাকে।কিন্তু আমরা আসলে জানিনা সেগুলোতে কালমেঘ আছে কি না?এজন্য আমাদের উচিত সরাসরি কালমেঘ সংগ্রহ করা।এছাড়া আপনি চাইলে বিশ্বস্ত কোনো কোম্পানির কালমেঘ সংগ্রহ করতে পারেন।বাজারে বহু কোম্পানির কালমেঘ আছে,তবে আমরা হলফ করে বলতে পারি বেশির ভাগই ভেজাল।
মডার্ণ কালোমেঘঃ
আপনারা যারা মডার্ণ হারবাল কোম্পানির পণ্য ব্যবহার করেছেন তাদের কিছু বলার নেই।যারা ব্যবহার করেননি তারা খোজ করে দেখুন।মডার্ণ হারবাল কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট নির্ভেজাল ও পরিক্ষিত।এই কোম্পানি তাদের নিজস্ব বাগানে চাষকৃত উদ্ভিদ দিয়ে পণ্য তৈরি করে থাকে।এছাড়া সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করে থাকে।এজন্য আমি হলফ করে বলতে পারি মডার্ণ কোম্পানির কালোমেঘ সিরাপ শতভাগ খাটি।তবে আসুন তাহলে আমরা মডার্ণ কালোমেঘের উপকারিতা জেনে আসি।
মডার্ণ কালোমেঘের উপকারিতাঃ
- জন্ডিস নিরাময়ে কাজ করে থাকে।
- হেপাটাইটিস রোধে কাজ করে।
- হেপাটোমেগালি নিরাময়ে কাজ করে।
- লিভারের বিষক্রিয়া দূর করে।
- লিভার বড় ও ছোট হওয়া রোধ করে।
- কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে।
- লিভারের টিউমার নিরাময়ে কাজ করে।
- পেটের বদ হজম দূর করে থাকে।
- জ্বর নিরাময়ে কাজ করে থাকে।
- রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে।
- আলসার জনিত সমস্যা দূর করে।
আরো কিছু উপকারিতা নিচে তুলে ধরা হলঃ
কালমেঘ বা চিরতার পাতা আরো বেশ কিছু উপকার করে থাকে।ধরুন আপনি লিভার জনিত সমস্যায় ভুগছেন তাহলে কালমেঘ খান।কারন এই ভেষজ উদ্ভিদ লিভার জনিত যেকোনো সমস্যা সমাধানে কাজ করে।এটি লিভার টনিক হিসাবে আমাদের দেহে কাজ করবে।মনে রাখবেন অতিরিক্ত নেশা বা পদ পান করলে আমাদের লিভারের নানা সমস্যা দেখা যায়।এজন্য আমাদের উচিত সর্ব প্রকার নেশা থেকে বিরত থাকা।এছাড়াও কালমেঘ জ্বর,কাশি,সর্দি,গলা ব্যথা ইত্যাদি নিরাময়ে কাজ করে থাকে।শুধু তাই নয় ছোট শিশুদের বা বাচ্চাদের খাবারের প্রতি অনিহা জাগলে এটি সেবনে ফল পাওয়া যায়।কিছু কিছু সময় ডায়রিয়া জনিত সমস্যাও দূর হয়ে যায়।আমাদের প্রধান সমস্যা রক্ত আমাশয়।দেশের কিছু অংশ মানুষ রক্ত আমাশয় তাদের দেহে বহন করছে।কালোমেঘ দ্রুত রক্ত আমাশয় নিরাময়ে কাজ করে থাকে।
মডার্ণ কালোমেঘের খুচরা ও পাইকারি মূল্যঃ
- ৪০০ মিলি কালমেঘ সিরাপের খুচরা মূল্য ২০০ টাকা।
- ৪০০ মিলি কালমেঘ সিরাপের পাইকারি মূল্য ১৫০ টাকা।
দেখুন উপরে যে সমস্যা গুলো তুলে ধরা হয়েছে তার সবকিছুই আমাদের আশেপাশের মানুষ বহন করছে।দিনের পর দিন মানুষ দুর্বল হচ্ছে।এসবের পিছনে সব চেয়ে বড় ভুমিকা রাখছে ভেজাল।আমরা অনেক বেশি ভেজাল পণ্য খাচ্ছি।কারন ব্যবসায়ীরা অধিক লাভের আশায় ভেজাল পণ্য তৈরি করছে।এজন্য নির্ভেজাল কালোমেঘ সিরাপ আমাদের খুবই দরকার।তাই খাটি বা নির্ভেজাল কালমেঘ সিরাপের নিতে মডার্ণ কোম্পানির ব্রাঞ্চে যোগাযোগ করুন।