মডার্ণ হারবাল আমলকীঃ আমরা আমলকী কম বেশি অধিকাংশ মানুষ চিনে থাকি।কেউ উপকারিতা সম্পর্কে জেনে খাই বা ব্যবহার করি।আবার অনেকেই উপকারিতা না জেনে খাই বা ব্যবহার করি।যে যেভাবেই খাই বা ব্যবহার করিনা কেন উপকৃত হই।আমরা প্রথমে একটু আমলকি সম্পর্কে জানব।তারপর আমরা মুল আলোচনায় ফিরব।আমাদের আজকের মুল আলোচনা মডার্ণ হারবাল কোম্পানির আমলকী জুস বা সিরাপ নিয়ে।আপনারা হয়তো অনেকেই জানেন যে আমলকী নিয়ে অনেক গবেষণা করা হয়েছে।সেই সকল গবেষণা থেকে আমরা জানতে পারি যে, আমলকি ব্যাকটেরিয়া ও ভাইরাস নিরাময়ে কাজ করে থাকে।এছাড়াও বিভিন্ন রোগ নিরাময়ে আমলকি কাজ করে থাকে।আর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিস রোগ নিরাময়ে আমলকির রস কাজ করে।কিডনির বিভিন্ন রোগ,ক্যান্সার ও ডায়াবেটিস নিরাময়ে কাজ করে।
আমলকীর আরো কিছু উপকারিতাঃ
আমলকির রস দেহের চিনির মাত্র কমিয়ে থাকে।ফলে হজম শক্তি বাড়াতে সাহায্য করে।লিভারের কোনো দুর্বলতা থাকলে সবল করতে ভুমিকা থাকে।আমরা জানি যে টক জিনিসে ভিটামিন সি থাকে।আমলকিতেও প্রচুর ভিটামিন সি পাওয়া যায়।আমলকি মানুষের ক্ষুধা বাড়িয়ে দেয়।ফলে যাদের ক্ষুধা কম লাগে তারা উপকৃত হয়।এছাড়াও এতে এস্করবিট এসিড ও এলাজিটানিন পদার্থ আছে বলে এন্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে।বিভিন্ন পুষ্টি বিজ্ঞানীরা জানিয়েছেন যে আমলকিতে অন্যান্য টক ফলের থেকে দশ/বারো গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়।তারা আরো জানিয়েছেন আমলকিতে এ,বি,সি,ডি এবং ই ভিটামিন পাওয়া যায়।একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক ৩০-৩৫ মিলিগ্রাম ভিটামিন সি পেতে হয়।মাত্র ২ থেকে ৩ টা আমলকি খেলেই তা পূর্ণ হয়ে যায়।তাহলে চিন্তা করুন কি পরিমান আমলকিতে ভিটামিন সি পাওয়া যায়।
কিছু ঔষধি উপকারিতাঃ
- আমলকি খুশকি নিরাময়ে কাজ করে।
- হজম শক্তি বৃদ্ধি করে ফলে রুচি বাড়ে।
- বমন ভাব দূর করে থাকে।
- ত্বকের উজ্জ্বলতা আনে।
- দাতের মাঢ়ি শক্ত করতে সাহায্য করে।
- কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস নিরাময়ে কাজ করে।
- সৃতি শক্তি বৃদ্ধিতেও আমলকি কাজ করে।
- দন্ত এর বিভিন্ন সমস্যা দূর করে থাকে।
এবার আসুন আমরা মডার্ণ হারবাল কোম্পানির আমলকীর জুস নিয়ে কথা বলি।প্রথমেই জেনে রাখা ভালো মডার্ণ কোম্পানির সকল পণ্য পরিক্ষিত ও লাইসেন্স প্রাপ্ত।বর্তমান প্রেক্ষাপটে বেশির ভাগ কোম্পানি অতি মুনাফা লাভের আশায় ভেজাল ঔষধ তৈরি করে থাকে।এজন্য আপনি মডার্ণ কোম্পানির নির্ভেজাল পণ্য বেচে নিতে পারেন।উপরে আমলকির যে উপকারিতা গুলোর কথা বলা হয়েছে মডার্ণের আমলকি সব কাজ ই করবে।তবে মডার্ণ কোম্পানি কিছু সমস্যার কথা স্পেসিফিক করে তুলে ধরেছে।আমরা সেগুলো নিচে তুলে ধরলাম।
মডার্ণ হারবাল আমলকী এর কার্যকারিতাঃ
- পুষ্টি ও বল বৃদ্ধিকারক হিসাবে কাজ করবে।
- ক্ষুধামন্দা,রুচি বৃদ্ধিকারক ও শরীরকে সতেজ করে।
- জন্ডিস নিরাময়ে কাজ করে থাকে।
- হৃদরোগ,বাতরক্ত প্রমশক।
- ভিটামিন এ এর অভাবজনিত রোগ দূর করে থাকে।
- দাতের বিভিন্ন সমস্যা দূর করে থাকে।
মডার্ণ আমলকির খুচরা ও পাইকারি মূল্যঃ
- ৪৫০ মিলি আমলকির খুচরা মূল্য ৩৬০ টাকা।
- ৪৫০ মিলি আমলকির পাইকারী মূল্য ২৫২ টাকা।
ধন্যবাদ সবাইকে আর্টিকেলটি পড়ার জন্য।পরবর্তী আর্টিকেল পাবার জন্য সাথেই থাকুন।