যারা মডার্ণ কোম্পানির প্রিমিয়াম সদস্য।অর্থাত এমবিও প্যাকেজ করে ডিস্ট্রিবিউটর হয়েছেন।তাদের আইডি খোলার সময় একটি মোবাইল নাম্বার লেগেছিলো।সেই ফোন নাম্বারে আপনার মডার্ণ প্রোফাইলের যাবতীয় তথ্যের আপডেট মেসেজ আকারে যেয়ে থাকে।যেমন কত বোনাস পাচ্ছেন?কত টাকা আপনার অ্যাকাউন্ট এর মধ্যে ঢুকছে?কেউ ব্যালেন্স ট্রান্সফার করলো কি না?যাবতীয় সকল তথ্য মডার্ণ হারবাল কোম্পানি আপনার নাম্বারের মেসেজের মাধ্যমে প্রেরন করে থাকেন।অনেক সময় আমাদের সিম কার্ড হারিয়ে যায়।এছাড়াও কোনো কারনে আপনার সিম কার্ড নষ্ট হয়ে যেতে পারে।অথবা আপনি পুরাতন নাম্বারটি আর ব্যবহার নাও করতে পারেন।সুতরাং আপনার সিম হারিয়ে বা নষ্ট হয়ে গেলে,অথবা সিম কার্ড পরিবর্তন করলে তো আর মডার্ণের আপডেট পাবেন না।সেক্ষেত্রে আপনাকে নতুন যে সিম ব্যবহার করেন সেটা মডার্ণের প্রোফাইলের সাথে যুক্ত করতে হবে।অর্থাৎ এমএক্সন মডার্ণ ফোন নাম্বার চেঞ্জ করতে হবে।
আর যুক্ত করার জন্য অর্থাৎ আগের ফোন নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বার সেটাপ করার জন্য আপনাকে মডার্ণ ব্রাঞ্চে যেতে হবে।তো আপনি অবশ্যই জানেন মডার্ণ কোম্পানির ব্রাঞ্চের প্রতিনিধিরা সবসময় ব্যস্ত থাকেন।এজন্য আপনাকে ব্রাঞ্চে গিয়ে সিরিয়ালে থাকা লাগতে পারে।তো বর্তমান ডিজিটাল যুগে আপনি কেন ব্রাঞ্চের কর্মকর্তাদের জন্য পথ চেয়ে থাকবেন?আপনি চাইলে ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি দিয়ে আপনার মডার্ণ আইডিতে দেওয়া নাম্বার চেঞ্জ করে নতুন নাম্বার সেটাপ করতে পারবেন।আমরা আজ আপনাদের এমএক্সএন ডিস্ট্রিবিউটর ফোন নাম্বার পরিবর্তন করা দেখাবো।
মডার্ণ প্রোফাইল নাম্বার পরিবর্তনের পূর্ব কাজ ?
নাম্বার পরিবর্তন করার জন্য আপনার একটি ল্যাপটপ,কম্পিউটার বা এন্ড্রোয়েড ফোন থাকতে হবে।ফোনের পাশাপাশি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।পরিশেষ আপনাকে মডার্ণ ডিস্ট আইডি লগিন করার জ্ঞান থাকতে হবে।মডার্ণ ডিস্ট আইডি লগিন করতে না পারলে এখানে ক্লিক করে দেখে নিন কিভাবে লগিন করতে হয় ?
মডার্ণ ডিস্ট্রিবিউটর আইডির ফোন নাম্বার পরিবর্তন পদ্ধতিঃ
ধরে নিলাম আপনি ডিস্ট আইডিতে লগিন করতে পারেন।এবার নিচের চিত্রের মত মেম্বার প্যানেল থেকে Personal Details অপশনে ক্লিক করুন।

এখন আপনার প্রোফাইলের দারুন একটি পেজ দেখতে পাবেন।সেখান থেকে Change Mobile No অপশনে ক্লিক করুন।

নিচের চিত্রের মত আপনার পুরাতন মোবাইল নাম্বার দেখতে পাবেন।ওখানে New নাম্বার অপশনে আপনার নতুন নাম্বার দিন।এর পর Enter Pin Number অপশনে আপনার পিন নাম্বার দিন।মনে রাখবেন এখানে পিন নাম্বার দিতে হবে পাসওয়ার্ড নয় কিন্তু।আপনি টাকা তোলার সময় যে পিন ব্যবহার করেন সেই পিন নাম্বার দিতে হবে।আবার Retype Pin No অপশনে আবার আপনার পিন নাম্বার দিন।এবার যাচাই করুন আপনার নতুন ফোন নাম্বার ও আপনার পিন নাম্বার দেওয়া ঠিক আছে কি না ?সব ঠিক থাকলে Update Mobile Number অপশনে ক্লিক করুন।তাহলেই একটি কনফার্ম মেসেজের মাধ্যমে জানতে পারবেন আপনার পুরাতন ফোন নাম্বার চেঞ্জ হয়ে নতুনটা সেটাপ হয়েছে কি না?
মনে রাখবে নিজে দক্ষ হওয়া খুব জরুরী তবেই আপনি মডার্ণে দ্রুত সফলতা অর্জন করতে পারবেন।দয়াকরে মনোযোগ দিয়ে এই আর্টিকেল পড়ে চেষ্টা করবেন।কোথাও বুঝতে সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন।আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার।